আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ তৃতীয় ওয়ানডেতে টাইগাররা মাঠে নামবে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে।
ম্যাচে টস হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ ও দ্বিতীয় ম্যাচে ১৪২ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচটা তাই টাইগারদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
সর্বশেষ ৯ বছর আগে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আজ আফগানদের সঙ্গে না জিতলে ওই তেতো স্বাদ পেতে হবে আবার।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হামশতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, জিয়া-উর-রহমান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান রহমানি।
আরও পড়ুন :