গাজীপুরের কালীগঞ্জে একই মোটর সাইকেলে চড়ে তিন বন্ধু ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে আজমতপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা এলাকার সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) ও রফিকুল ইসলামের ছেলে নাহিদুল আকন্দ (২০)। আহত মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, একই মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ফুটবল খেলা দেখার জন্য কালীগঞ্জের জামালপুর যাচ্ছিলেন। পথে আজমতপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা গাজীপুরগামী প্রাণ-আরএফএল’র পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অপর দু’জনকে ঢাকায় নেওয়ার পথে নাহিদুল আকন্দের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার এস আই মো. মিলন মিয়া বলেন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপর দু’জনকে ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।