1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হচ্ছে কেন? জিজ্ঞাসা প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হচ্ছে কেন? জিজ্ঞাসা প্রধানমন্ত্রীর

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাঁচা মরিচও বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে কেন?

আমাদের কৃষি উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আমরা আর ভিক্ষা করে চলতে চাই না। ভিক্ষুক জাতির আত্মমর্যাদা থাকে না।’

প্রধানমন্ত্রী আজ সোমবার (৩ জুলাই) তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সিটি মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি গাজীপুর, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান।

শেখ হাসিনা দেশবাসীকে নিজ নিজ জমিতে, বাড়ির ছাদে কৃষি খামার গড়ে তোলার পাশাপাশি ঝুলন্ত পদ্ধতিতে তরি-তরকারি ও শাক-সবজি চাষ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আমিও আমার এলাকায় কৃষি খামার গড়ে তুলেছি। সেখানে মরিচের চাষও হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন,

‘আমাদের প্রতি ইঞ্চি জমি আবাদ করতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না।’

 এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন,

‘আমার এলাকায় আমি এটা শুরু করে দিয়েছি। এক বাঁশ পুঁতে সেটাতে মটকা বা পলিথিন বেঁধে তরি-তরকারির চাষ করছি।

এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি। আমি গণভবনকেও একটি খামারবাড়িতে পরিণত করেছি। এখানে ছাদেও গাছ লাগিয়েছি।

এখানে মরিচ গাছও লাগিয়েছি। এভাবে আমরা প্রত্যেকে উদ্যোগ নিলে কাউকে আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন,

‘বিদুৎ ও পানির ব্যবহারে আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে। এগুলোর যাতে অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানে তিন মেয়রের শপথ গ্রহণের পর তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচিত হন।

তিনি এ সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়।

খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মেয়র হিসেবে নির্বাচিত হন।

 

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com