নারায়ণগঞ্জের আড়াইহাজারে খালের পানিতে ডুবে আরমান (৯) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদী এলাকায়।
আরমান আতাদী গ্রামের শরিফ মিয়ার ছেলে এবং আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসি জানায়,
ঘটনার প্রায় আধা ঘন্টা আগে আরমান তার চাচাতো ভাই অপরাপর শিশুদেরকে সঙ্গে নিয়ে আতাদী গাঙপাড়া ওয়াসা লাইনের মাথায় খেলতে যায়।
পরে সে নিকটস্থ খালে পানিতে পড়ে ডুবে যায়। তার সঙ্গীয় শিশুরা বাড়ীতে সংবাদ দিলে স্বজনেরা এসে খুঁজে তাকে ওই খালের পানি থেকে উদ্ধার করে দেখতে পান যে, আরমান মারা গেছে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকার ছোট বড় সকলে আরমানদের বাড়ীতে এসে ভীড় করতে থাকে।
আরও পড়ুন :